Last Update- 10-06-2020
আপনাদের অনুরোধে অবশেষে আইটি বাড়ি বের করল বাংলা ভাষায় ওয়েব ডিজাইন শেখার ভিডিও টিউটোরিয়াল। নতুনরা যারা ওয়েব ডিজাইনে নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য প্রথম স্টেপ হচ্ছে HTML এবং CSS শেখা, কেননা এটা না পারলে কখনোই ওয়েব ডিজাইন শেখা সম্ভন নয়। নতুনদের মধ্যে আপনারা যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য প্রথম স্টেপ হবে এই বাংলা টিউটোরিয়ালটি। এই বাংলা টিউটোরিয়ালটি দেখে সম্পূর্ণ রূপে ওয়েব ডিজাইন এর এইচটিএমএল সিএসএস শেখা সম্ভব যা বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করানোর জন্য ৬-১২ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়ে থাকে। আর আপনারা এই সমমূল্যের কোর্সটি ঘরে বসেই আমাদের বাংলা ভিডিও টিউটোরিয়াল টি সংগ্রহ করতে পারেন। টিউটোরিয়ালটি একেবারে জিরো লেভেল থেকে শুরু করে হাতে কলমে দুটি স্ট্যাটিক ওয়েব সাইট তৈরি করে দেখানো হয়েছে, যা দেখে আপনি মাত্র কয়েক দিনেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন।
প্রথমেই জেনে নেই টিউটোরিয়ালটির কিছু বৈশিষ্ট্যঃ
- সবগুলো ভিডিও বাংলা ভাষায়
- ফুল HD কোয়ালিটি ভিডিও- স্পষ্ট সাউন্ড কোয়ালিটি
- সম্পূর্ণ আপডেটেড টিউটোরিয়াল
- ১৩০ টি+ ভিডিও লেসন
- একদম শূন্য লেভেল থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দেখানো হয়েছে
- ১৭ ঘণ্টা+ লেসন
- সম্পূর্ণ প্র্যাক্টিক্যালি হাতে ধরে কোডিং করে দেখানো হয়েছে
- যে কেউ এটা দেখে খুব সহজেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন
- কোয়ালিটি যাচাই করার জন্য প্রথম ২০ টি ভিডিও ফ্রীতে দেখে নিতে পারেন এখানে
তো চলুন দেখে নিই কি কি থাকছে এই Web Design Bangla Tutorial এঃ
- HTML, CSS কি?
- HTML, CSS এর ইতিহাস
- কাজের উপযোগী করে কম্পিউটার রেডি করা
- আমার প্রথম HTML কোড 🙂
- Heading and Paragraph
- Attribute in HTML Tag
- Text Formatting
- Delete and Mark
- Superscript and Subscript
- Abbreviation
- HTML এর লিঙ্ক
- HTML এ ছবি দেয়া
- Image in HTML
- Image Path or Location
- HTML এর এলিমেন্ট
- HTML এর কমেন্ট
- টেক্সট ডিরেকশন
- আমার প্রথম CSS 🙂
- Internal CSS
- External CSS
- CSS Power
- Class and ID
- Color Picker
- Text Direction with CSS
- ফন্টের ব্যবহার – গুগল ফন্ট, কাস্টম ফন্ট
- বাংলা ফন্টের ব্যবহার
- ব্যাকগ্রাউন্ডে ইমেজ
- টেবিলের বিস্তারিত প্র্যাক্টিক্যাল ব্যবহার
- DIV এর পরিচিতি
- Margin and Padding
- CSS Selectors
- Overflow Property
- Floating Property
- Pseudo Property
- Transition Property
- Old and Multi Browser Support
- HTML এ লিস্ট তৈরি করা
- HTML এ ফর্ম তৈরি করা
- বাটন এবং জাভাস্ক্রিপ্ট
- Gradient এর ব্যবহার- Linear, Radial
- CSS এ Animation এর ব্যবহার
- Audio এর ব্যবহার
- Video এর ব্যবহার
- Youtube থেকে ভিডিও দেয়া
- Iframe এর ব্যবহার
- 3 Column Design
- Menu তৈরি করা
- Dropdown Menu তৈরি
- Multi Dropdown Menu তৈরি
- Slider এর ব্যবহার
- স্লাইডার মডিফিকেশন- Nivo Slider
- Basic jQuery Slider
- Basic jQuery Slider Modification
- Shortcut Method of Notepad++
- HTML 5 Semantic Element
প্রথমে এই ভাবে HTML, CSS এর বিভিন্ন বিষয় আলাদা এবং সমন্বয় করে দেখানোর পরে হাতে ধরে দুটি ওয়েবসাইট শুরু থেকে তৈরি করে দেখানো হয়েছে। যেটি সাধারণত কোন প্রতিষ্ঠানেও দেখানো হয় না।
প্র্যাক্টিক্যাল ওয়েবসাইট তৈরির জন্য ভিডিও টিউটোরিয়াল সমূহঃ
- ওয়েবসাইট এ DIV এর ব্যবহার
- কমপ্লিট একটি ওয়েবপেজ সম্পর্কে ধারণা
- HTML Semantic Markup তৈরি করা
- Website এ jQuery Slider বসানো
- একটি ওয়েবপেজে বিভিন্ন Element বসানো
- পেজের কোন পার্টকে Stick করা
- পেজের Width-Height নির্ধারণ
- কমপ্লিট একটি হোমপেজ ডিজাইন
- সাবপেজ ডিজাইন
- হোমপেজের সাথে সাবপেজ লিঙ্ক আপলোড
- কমপ্লিট একটি ওয়েবসাইট ডিজাইন
- আপনার বানানো ওয়েবসাইটটিকে ইন্টারনেটে আপলোড করা
এছাড়াও থাকছে আনুষঙ্গিক আরও অনেক কিছুই!
হাতে কলমে ধরে ধরে প্র্যাক্টিক্যাল দেখানোর মাধ্যমে তৈরি করা হয়েছে টিউটোরিয়ালগুলো। যা দেখে সহজেই ওয়েব ডিজাইন শেখা সম্ভব।
কি ভাবছেন? ভিডিও দেখে শিখতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান? হওয়াটাই স্বাভাবিক! তাহলে চলুন দেখি-
ভিডিও টিউটোরিয়াল হচ্ছে একটি ডিজিটাল শিক্ষা মাধ্যম। এই ব্যাবস্থায় আপনি কম্পিউটারে ভিডিও প্লে করলে একই সাথে কথা শুনতে এবং কাজটি দেখতে পারবেন। ফলে আপনি ঘরে বসে প্রাতিষ্ঠানিক লেকচারের মত নয় এমনকি এর থেকে বেশি উপকৃত হবেন। কারন প্রাতিষ্ঠানিক লেকচার মাত্র একবার দিয়ে শেষ হয়ে যায়, আর আমাদের টিউটোরিয়াল গুলো আপনারা আপনাদের সুবিধামত বার বার দেখে প্র্যাক্টিস করতে পারবেন এবং এভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব। বাইরের দেশ গুলোতে অনেক আগে থেকেই এই রকম টিউটোরিয়াল অত্যন্ত জনপ্রিয় শিখা ব্যবস্থায় রূপ নিয়েছে। লিন্ডা, টিউট+ ইত্যাদি বিভিন্ন কোম্পানি ইংরেজীতে তাদের টিউটোরিয়াল দিয়ে বছরের পর বছর ধরে শিক্ষা দিয়ে আসছে। কিন্তু বাংলা ভাষায় মান সম্মত তেমন একটা টিউটোরিয়াল না থাকার কারণে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। মূলত এই জন্যই আমাদের এই বাংলা ভিডিও টিউটোরিয়াল গুলোর সৃষ্টি।
ডিভিডি দেখে সত্যিই শিখতে পারবেন কিনা সেটা যাচাই করতে সরাসরি আমাদের ডিভিডি থেকে নেয়া প্রথম ২০ টি ভিডিও দেখুন একদম ফ্রীতে এবং যাচাই করুন টিউটোরিয়াল এর কোয়ালিটি! এখানে ক্লিক করুন।
(বিঃ দ্রঃ আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলে ইউটিউব এর আটো সেটিংস এর জন্য ভিডিও ঝাপসা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ডিভিডি এর প্রিতিটি ভিডিও ১০০% ক্লিয়ার এবং স্পস্ট। কাজেই ভিডিও দেখতে কোন সমস্যা হবে না। )
এছাড়াও ডিভিডি টি দেখে সত্যিই কেউ শিখতে পেরেছেন কিনা সেটি আমাদের ফেসবুক গ্রুপে ৭০০০০+ কমিউনিটিতে জিজ্ঞেস করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এখানে।
এর সাথে আরও থাকছে সাপোর্ট এর ব্যবস্থাঃ
এর পরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোন সমস্যা হয় তার জন্য থাকছে সাপোর্ট এর ব্যাবস্থা। আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং স্পেশাল ইমেইল এর মাধ্যমে এই হেল্প পাবেন। এই ঠিকানা ডিভিডি এর সাথে দেয়া থাকবে। শুধুমাত্র ফ্রীল্যান্সিং ই নয়, এই কোর্সটি কে কাজে লাগিয়ে আপনি আরও অনেক উপায় যেমনঃ সরাসরি কোন প্রতিষ্ঠানে চাকরি বা লোকাল বা ইন্টারন্যাশনাল কাজ করেও আয় করতে পারবেন।
এই কোর্সটির আপডেট সিলেবাস এবং অর্ডার প্রণালী জানতে এখানে ক্লিক করুন
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।
70 Responses
I am mahtab, from rangpur. I am a medical student. I am interested in Web Designing. The last tutorial of Kader bhai from it-bari.com on SEO has made me pleased. Now I have a belief on him. So, I will buy the tutorial on Web designing soon.
Thank you IT-BARI!
You are always welcome.
আপনার তৈরী SEO Tutorial দেখেই আমার SEO শেখা.oDesk এ একটি job ও complete করেছি এমন কি এই কাজটি করার সময় আপনার কাছ থেকে সাহায্য পেয়েছি। আমার freelancer হবার স্বপ্ন ধীরে ধীরে সত্য হয়তেছে। এত কিছু আমি কখনোই পারতাম না যদিনা আপনি আমাকে করতেন। আপনার এই tutorial টিও আমার প্রয়োজন.আপনার কাছে আমি চিরদিন ঋীণি থাকব।
সত্যি ডিভিটা হেব্বি সুন্দর .আমি মনে করি প্রত্যেক নতুনের জন্য এটা খুব দরকারি হবে ।
ধন্যবাদ আইটিবাড়ি itrongbd
vaia ami ai videota ki kore pabo. ami Naryananganj sodor Thaki. PLz amake janan. Proyojone taka ekto beshi lagleo ami video diskta amar barite chai. Vai kurian servicer maddhome amar barite deya jabena???
I LIKE IT,THANKS
amake kiso web pagdiben ja deke ami banabo
গুগলে সার্চ করেন। এই ধরনের অনেক পেইজ পেয়ে যাবেন।
web design shikhte ki web devoloping o shikhte hobe. ei dui tar modde mil & parthokko ki?
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর মধ্যে পার্থক্য জানতে আমাদের এই ভিডিওটি দেখুন- https://www.youtube.com/watch?v=QISKNUx0UDI
Vaia apnader post ta pore ami khubi upokrito holam. amar web design a hate khori hoyece matro apnader ei tutorial gulo dekhe. ami ei site ta apnader tutorial dekhe dekhei design koreci.
ভাই আমি অর্ডারটি দিতে পারছিনা। help করবেন। এডমিন ভাইকে আমার বিশেষ অনুরোধ কি করে আমি ডিভিডিটা পাবো।
অর্ডার করতে সমস্যা হলে অর্ডার ফর্মের সাথেই হেল্প এর জন্য মোবাইল নম্বর দেয়া আছে, সেখানে কল দিন
Vaiya,
Apni onek easily hat e dhore html coding and styling at css dekhiyechen…
Khub valo lagche web designing shikte pere….
Dhonnobad apnake
ওয়েব ডিজাইন শেখার আগ্রহ অনেক দিন থেকে। এতদিন শেখার কোন সুযোগ পাই নি। কিন্তু এখন আইটি বাড়ি আর কাদের ভাই এর অবদানে ধিরে ধিরে ওয়েব ডিজাইন শেখার পথে এগিয়ে চলেছি। সত্যিই অত্যন্ত মানসম্পন্ন একটি টিউটোরিয়াল, আমি মনে করি নতুনদের জন্য অবশ্যই শ্রেষ্ঠ টিউটোরিয়াল এটি। ধন্যবাদ কাদের ভাই, ধন্যবাদ আইটি বাড়ি। লাল সবুজের বাংলাদেশ এবার কম্পিউটার সাক্ষর ডিজিটাল হবে ইনশাআল্লাহ্।
ইনশাআল্লাহ্ ভাই 🙂 ধন্যবাদ মন্তব্যের জন্য
apnder ki psd to html tutorial DVD ase naki?????
আজকে- ১৫ সেপ্টেম্বর ২০১৫, এখনো নেই, তবে এরপর বের হলে সাইটে দেয়া হবে ইনশাআল্লাহ
ধন্যবাদ। আপনার অসাধারণ টি উটোরিয়াল এর জন্য। আমার মনে হয় বাংলা ভাষায় প্রযুক্তির এমন অসাধারণ ভিডিও লার্নি টিউটোরিয়াল এটাই প্রথম। আমি দেখেছি আর দেখছি। শিখছি। খুবই ভাল মানের এবং প্রাঞ্জল ভাষায় করা ওয়েব ডিজাইনের ভিডিওটা আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ। যাযাকাল্লাহ।
I am an Civil Engineer and currently doing a Govt. Job…I have just started learning WEB DESIGN following tutorial DVD of IT-BARI…its really easy to understand and the organization of the lessons are fantastic…i would like to thank IT-BARI for this endeavour and i Believe it will help many people like me in learning web design. anyway the 2nd part of the DVD what I bought is not working (due to scratch), is it posible to get one by google drive or so to my email, I will be grateful as it was my fault not to preserve d DVD properly.(I just dont wanna buy the same DVD again, rather want to buy another tutorial DVD). Thanks
Thanks for comment. Plz contact us through our email or message me on facebook. Thanks.
ধন্যবাদ। আপনার অসাধারণ টি উটোরিয়াল এর জন্য। আমার মনে হয় বাংলা ভাষায় প্রযুক্তির এমন অসাধারণ ভিডিও লার্নি টিউটোরিয়াল এটাই প্রথম। আমি দেখেছি আর দেখছি। শিখছি। খুবই ভাল মানের এবং প্রাঞ্জল ভাষায় করা ওয়েব ডিজাইনের ভিডিওটা আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ। যাযাকাল্লাহ।
THANK’S
MR,NASIR
🙂
Very Good
tnx kadar vi
disk gula onek onek help full. . .jodio ami age theke kisu sikhesi.
Tarpor o ai disk gular tulona hoy na . .
Speatially thanks for it-bari team. .
ওয়েব ডিজাইন শেখার জন্য টিউটোরিয়াল টি অনেক ভাল ।। ।।
খুবই ভাল মানের টিউটোরিয়াল । ।
এই tutorial টি নতুনদের জন্য অসাধারণ ।।
ওয়েব সাইট ডিজাইনের মোট কয়টা ভিডিও আছে। ইউটি্ওব এ দেখতে পারব না? একদম শুরু থেকে শেখা যাকে?
ইউটিউবে ডেমো হিসেবে প্রথম ২০ টি ভিডিও দেয়া আছে কোয়ালিটি যাচাই করার জন্য, ভিডিও গুলো এখানে দেখুন- https://www.youtube.com/playlist?list=PLwEnpvAjZSfRu5NGhQD4MS_xsaCNJVjkf
hi ….kader bhai ami sojib ami html shikhechhi but ekhono css er bebohar ta jani na tai ki korte pari ektu bolben ki….?///
আপনি HTML, CSS দুইটাই শেখার জন্য আমাদের এই টিউটোরিয়ালটি সংগ্রহ করতে পারেন- https://www.itbari.com/web-design-bangla-video-tutorial/
I want to member of it bari..
এই গ্রুপে জয়েন করুন- https://facebook.com/groups/itbari
আমি আপনার web design টিউটোরিয়াল সংগ্রহ করেছি এবং আমি সন্তোষ্ট। আপনাদের কি গ্রাফিক্স টিউটোরিয়াল আছে? বা গ্রাফিক্সের কোন টিউটোরিয়াল তৈরি করবেন কি না? জানতে চাই।
ami disk kine try korci but amr drop down manu r sub menu ar vetor arekta sub menu dite problem hoce.
ডিভিডি তে ইমেইল এ মেইল করুন, সেটার মাধ্যমে সরাসরি হেল্প পেতে পারেন
আপনার সব গুলো টিউটোরিয়াল এক সাথে নিলে কত টাকা লাগবে? দয়া করে জানাবেন।
এই লিঙ্কে সকল টিউটোরিয়াল এর মূল্য দেয়া হয়েছে- https://www.itbari.com/how-to-collect
ami you tube free videos gulo dekhsi…..Admin vaia ami ki 2 month er moddhe web designe shikhte porbo…amar kase khub interesting mone hoyse….r SEO ta already nisi….thnx for a beauiful post
চেস্টা করলে শিখতে পারবেন
ABDUL KADER VAI AMI IT-BARI,HTML/CSS DVD NIYACI AND 50% COMPLETE KARACI,AMAR QUESTION HALO HTML/CSS SHEKHAR POR AMAKA AR KI KI SHIKTA HABE(COMPLETE WEB DESIGN SHIKAR JANNO)
ওয়ার্ডপ্রেস শিখতে পারেন
vaiya apnar webdesign er prothom video gula dekhchi, sotti osadaron tutorial baniyechen
“Web Design Bangla Tutorial ” DVD te ki uporer list er shobgulo video ase?
হ্যা আছে
আপনার ভিডিও টিউটিরিয়াল গুলা খুব ভালো এবং বুঝার মত… বিশ্বাস করবেন কিনা জানিনা. আমি মাত্র ৪ দিন দেখে যতটুকু ধারণা পেয়েছি তা হয়ত অন্যভাবে ১ মাসেও পারতাম না.. আমি রকমারিতে আজ অর্ডার করেছি আপনাদের ওয়য়েব ডিজাইনের উপর ভিডিও সিডিটা…এখন হাতে পাও্যা পর আশা করি আরো ভালো শিখতে পারব.
Apnar tutorial gulo Khub osadharon amar kase khub valo lehese. asa kari agamite aro valo kisu video tutorial amarder upohar diben.
(JAMAL)
SEO tutorialti khub valo legeche.Thanks IT Bari…Abdul Kader vai K
abdul kader bhai,
ai html css ar 3ta dvd te total koyta video ace ?
১০০+
কাদের ভাইযান ,
আমি বাংলাদেশের বাইরে থাকি ।
সম্পুর্ণ কোর্সটা একবারে করতে চাই।
কি রকম কি খরচা পড়বে, জানালে খুশি হব।
vaiya ami already seo course ti complate korese in sha allah.ashangko dhonnobad aponake r web design ar course ti shongro korte chai
Vai apnar banano video tutorial gulo sottie khub valo. But programming language(PYTHON) ar upor jodi akta tutorial ber korten tahole khub valo hoto.
আব্দুল কাদের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সবগুলো ডিভিডি আমি কিনেছি। অনেক চর্চা করেছি। অনেক সফলতা পেয়েছি। একটি ভর্তি ফরম তৈরি করে সাবমিট করার পর সেটি ডিসপ্লে হবে এবং সেটি প্রিন্ট আউট হবে। এ বিষয়ে কোন টিউটোরিয়াল থাকলে আপনার সহযোগীতা কামনা করছি। পিএইচপি এর কোন ভিডিও টিউটোরিয়াল আছে কিনা? আপনি এগিয়ে যান। সহযোগীতায় আমরা আপনার সাথে আছি।
ধন্যবাদ এইধরনের টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য 🙂
এক কথায় অসাধারণ আপনার টিউটোরিয়াল গুলো।ধন্যবাদ
Abdul Kader ,,, vai ami jodi webdesign er dvd nei tahole ki code kora shikte parbo and je kaj gulor kotha bollen opore ai kaj gulor por r kuno kaj ase webdesign er na ai gulo shikley webdesign complete hobe,
এটা দিয়েই ওয়েব কোডিং শিখত পারবেন। এর পরে আরো শেখার জন্য এই ডিভিডি কিনতে পারেন- https://www.itbari.com/web-design-plus-bangla-tutorial/
Thanks
Kader vay
Kader vy Assalamu alaikum. asa kori valo asen. ami web design e khub aggrohi. apnar web design & design plus eksathe kroy korle ki kono discount pabo!!! Reply korbeb please.
প্রায় সব সময়ই আমাদের টিউটোরিয়াল গুলোতে ডিসকাউন্ট থাকে, আপনি অর্ডার করার সময় আপনাকে কনফার্ম করে দেয়া হবে
আমি আপওয়ার্কে কাজ করি। ইংরেজি ভাল জানি। আঁকাআঁকি ভাল জানি। ফটো ইডিটর হিসাবেই কাজ করছি। আমার ইচ্ছা ওয়েব ডিজাইন দিয়ে বড় কোন কাজ শুরু করা। পরে ডেভেলপিং ধরতে চাচ্ছি। কোন সিডি গুলো আমার সআয়ক হবে ওয়েব ডিজাইনের জন্য। আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত। আমি আজ কালকের মধ্যেই অর্ডার করতে চাই। ওয়েব ডিজাইন না ওয়েব ডিজাইন প্লাস আগে শুরু করবো? বললে ভাল হত ভাইয়া…
আপনি আমাদের “নিজেই শিখি ওয়েব ডিজাইন টিউটোরিয়াল” প্রথমে দেখুন, আরো গাইডলাইন এই লিঙ্কে- https://www.youtube.com/playlist?list=PLwEnpvAjZSfSe4AP7NcDzfGIyfRupSmDb
আপনার ওয়েব ডিজাইন টিউটরিয়ালটি চমৎকার। আমি একবার শেষ করেছি। বারবার চেষ্টা করতে হবে।
নাথিং টু সে। জাস্ট অসাম। আরো কয়েকটি টিউটোরিয়াল বের করলে আরো খুশি হবো। ইউ আর রিয়েললি জিনিয়াস।
আর আপনার বেশি কথা বলার কারনেই আমরা আরো বেশি কিছু শিখতে পারছি
love you from my bottom of my heart ……….kader vai
🙂
স্যার
আপনার ডিভিডি দেখে এইচ টি এম এল অনেক টা শিখে ফেলেছি। যত জটিল ভাবছিলাম অত মনে হয়নি আপনাকে ধন্যবাদ। আমি মাইক্রো ক্রেডিট বা এ জাতিয় হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়ে প্রোগ্রাম শিখতে চাই। আশা করি সঠিক পথ দেখাবেন।
ধন্যবাদ
মিজানুর রহমান
সদর, রংপুর
ধন্যবাদ স্যার কমেন্ট করার জন্য। আপনি এ বিষয়ে হেল্প পেতে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করতে পারেন- https://facebook.com/itbari