This Post Was Last Updated: 25-April-2021:
SEO- Search Engine Optimization হচ্ছে ডিজিটাল সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে Google বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট বা ব্যবসার মার্কেটিং করাই হচ্ছে SEO.
শিখতে সহজ হওয়ায় নতুনদের অনেকেই এটা দিয়েই শুরু করতে চায় অনলাইন ক্যারিয়ার। যদি কাজ জানা থাকে আর কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই সেক্টরে ফ্রীল্যান্সিং এর পাশাপাশি নিজের ব্যবসা করারও সুযোগ থাকছে।
ঠিক এই রকম একটি সম্ভাবনাময় সেক্টর হচ্ছে “Sales and Marketing”
সেলস বা বিক্রয়-ই হচ্ছে যে কোন ব্যবসার মূল চালিকাশক্তি,
SEO হচ্ছে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে কোন অনলাইন ভিত্তিক ব্যবসা বা ওয়েবসাইটকে মার্কেটিং করা যার মাধ্যমে ফ্রীতেই বিপুল পরিমাণ সেলস নিয়ে আসা সম্ভব। এটি হচ্ছে সিম্পল কিছু মার্কেটিং টেকনিক 🙂
যেহেতু এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে ফ্রীতে পাওয়ারফুল সেলস আনা যায়, আর তাই ইন্টারনেটে প্রচার করতে গেলে যে কোন কোম্পানীর SEO করা লাগবেই লাগবে।
এজন্যই এসইও এর এত গুরুত্ব। কারন SEO ছাড়া অনলাইনে দীর্ঘস্থায়ী ব্যবসা কল্পনা করা যায় না।
SEO আসলে কি?
এক কথায়, Google সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইট প্রোমোট করার টেকনিক হচ্ছে এই SEO
এই এসইও শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে ১০-২০ হাজার টাকার কোর্স। তবে, অনেকের পক্ষেই এই কোর্স করা সম্ভব হয় না- সময়, সুযোগ অথবা অর্থগত কারনে। এরপর তো আবার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতারণার খবর আছেই।
আর তাই, আইটি বাড়ি নিয়ে এসেছে দেশের প্রথম এসইও শেখা এবং এর সাথে অনলাইনে আয়ের গাইডলাইন মূলক বাংলা ভিডিও টিউটোরিয়াল ( SEO Bangla Video Tutorial ) যেটির মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ প্রফেশনালভাবে এসইও এর কাজ শিখতে পারবেন।
SEO বাংলা টিউটোরিয়াল (Beginner to Advanced Video Tutorial) :
কেন এই কোর্সটি হতে পারে আপনার লাইফ চেঞ্জিং সল্যুশন?
- সবগুলো ভিডিও বাংলা ভাষায়
- SEO এর শুরু থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত বিস্তারিত ভিডিও লেসন (১০০টি+ ভিডিও টিউটোরিয়াল)
- থিওরি + প্র্যাক্টিক্যাল লেকচার
- একদম নতুনরাও যাতে বুঝতে পারে এবং আয় করতে পারে তার জন্য বিশেষ ভাবে তৈরী
- মোট ভিডিও লেসন এর সংখ্যা ১০০টি+, প্রতিটি ভিডিও HD এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি
- এসইও শেখা হয়ে গেলে অনলাইনে কিভাবে আয় করবেন এবং কোথা থেকে শুরু করবেন তার উপর গাইডলাইন
- এসইও সম্পর্কে একেবারেই শূন্য লেভেল থেকে শুরু করা হয়েছে যাতে যে কেউ এটি দেখে কাজ করতে পারে
- মাত্র একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, ভিডিও গুলো বার বার দেখে ভালভাবে নিজের প্রয়োজন মত প্র্যাকটিস করার মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব।
- আইটি বাড়ি মানেই সেরা কোয়ালিটি গ্যারান্টিড, কারন আমরা শুধু ডিভিডি বিক্রি করেই উধাও হয়ে যাই না, আমরা আপনাদের সাথে যুক্ত থাকি
- যে কোন সমস্যায় স্পেশাল ইমেইল এবং ফেসবুকের মাধ্যমে সরাসরি এডমিনের কাছ থেকে হেল্প এর ব্যবস্থা
- সাথে থাকছে ফেসবুক সিক্রেট (ক্লোজড) গ্রুপের মাধ্যমে অন্যান্য স্টুডেন্টদের সাথে নেটওয়ার্কিং সুবিধা
এই কোর্সটি শেখার পরে আপনি কিভাবে আয় করতে পারবেন?
SEO হচ্ছে এমন একটি সেক্টর যা অনলাইনের প্রায় সকল সেক্টরের সাথেই কোন না কোন ভাবে কানেক্টেড। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর অংশ হওয়ার জন্য আপনি যে কাজই করেন না কেন এসইও সম্পর্কে জানা থাকাটা অত্যন্ত জরুরি। এজন্য এসইও আপনাকে জানতেই হবে।
যেহেতু এটি মার্কেটিং এর অংশ তাই এই কোর্সটি করার মাধ্যমে হাজারো রকম উপায় আয় করা সম্ভব। তবে নিচে কিছু কমন উপায় দেয়া হলঃ
- Amazon Affiliate Marketing এর মাধ্যমে আয় করা সম্ভব, এক্ষেত্রে অ্যামাজনের নিয়মকানুন জানা থাকলেই হবে
- যে কোন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাকে হেল্প করবে
- নিজের ওয়েবসাইটে/ব্লগে এসইও করে ট্রাফিক নিয়ে এসে আয় করা যাবে
- Google Adsense এর ইনকাম বাড়ানো যাবে- যেহেতু SEO এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করা যায়
- এই ডিভিডি তে দেখানো মেথুড গুলো ইউটিউব ভিডিওতে অ্যাপ্লাই করে ইউটিউব ভিডিও র্যাংক করানো সম্ভব এবং এর মাধ্যমে ইউটিউব থেকে আয় করা সম্ভব
- ক্লাইন্টের কাজ করা তথা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলো যেমন- আপওয়ার্ক, ফ্রীল্যান্সার, ফাইভার ইত্যাদিতে কাজ করা যাবে
- ই-কমার্স সাইটে SEO অ্যাপ্লাই করে সেলস বাড়ানো সম্ভব
- লোকাল কোন কোম্পানীতে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার হিসেবে চাকরী করা যাবে
আমরা নিজেরাই গত প্রায় ৫ বছর ধরে SEO এর কাজ করে আসছি, কাজেই আমরাই ভাল জানি আপনার সফলতার জন্য কি কি প্রয়োজন
প্রোফেশনাল এই কোর্সে আপনার জন্য যা যা থাকছেঃ
এবারের আমাদের পুরো কোর্সকে সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। ইন্টারন্যাশনাল মানের কোর্স এর মত করে পার্ট বাই পার্ট মডিউল আকারে সাজানো হয়েছে পুরো কোর্স।
মডিউল ১ঃ বেসিক আলোচনা
এই মডিউলে আলোচনা করা হয়েছে SEO এর বেসিক বেশ কিছু পার্ট নিয়ে।
এখানে যে বিষয়ের উপরে ভিডিও থাকছে তা হলঃ
- এসইও কি, কেন?
- SERP- Search Engine Result Page
- সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে
- গুগল VS অন্যান্য
- Top Ranking Factors
- Common Words in SEO
- The Complete SEO Guide- Most Important Part (৪ টি সহজ ধাপে এসইও প্রনালী)
- কিভাবে এই টিউটোরিয়াল আপনাকে যে কোন ধরনের ওয়েবসাইটের জন্য SEO করাতে হেল্প করবে
মডিউল ২ঃ কিওয়ার্ড রিসার্চ – Keyword Research
এই মডিউলে প্র্যাক্টিক্যালি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে দেখানো হয়েছে। সাধারণত কিওয়ার্ড এর বিভিন্ন প্রকারভেদ থাকে যেমন- ইনফরমেটিভ কিওয়ার্ড, Buying Intent কিওয়ার্ড এছাড়াও ইন্ডাস্ট্রি ভেদে কি ওয়ার্ড রিসার্চে সামানে এদিক সেদিক চেঞ্জ আনা প্রয়োজন হয়।
আর তাই, এখানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল এমন ভাবে কি ওয়ার্ড দেখানো যাতে করে আপনি যে ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না কেন, সেখানেই যেন সফলতার সাথে কি ওয়ার্ড রিসার্চ করতে পারেন।
এই মডিউলে যা যা থাকছেঃ
- Keyword Research Outline
- নিশ টপিক খুজে বের করা
- কি ওয়ার্ড এর ধরন
- লং টেইল কি ওয়ার্ড আইডিয়া
- ইনফরমেটিভ কিওয়ার্ড আইডিয়া
- প্র্যাক্টিক্যাল কি ওয়ার্ড রিসার্চ ফ্রী মেথড
- প্র্যাক্টিক্যাল কি ওয়ার্ড রিসার্চ পেইড মেথড
- কি ওয়ার্ড রিসার্চ ম্যাজিক!- মাত্র ৫ মিনিটের মধ্যেই বেস্ট কি ওয়ার্ড খুজে বের করা, লাইভ
মডিউল ৩ঃ কন্টেন্ট রাইটিং
কি ওয়ার্ড রিসার্চ করার পরে এসইও এর বড় একটি কাজ হচ্ছে সেই কিওয়ার্ড থেকে প্রাপ্ত কিওয়ার্ড ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট বলতে ইমেজ, টেক্সট, ভিডিও ইত্যাদি হলেও এই ইন্ডাস্ট্রিতে আর্টিকেল রাইটিং এর জুড়ি নেই। আর তাই এই আপডেটে যুক্ত করা হয়েছে আর্টিকেল রাইটিং নিয়ে বিশেষ গাইডলাইন
এই মডিউলের বিষয়বস্তু সমূহঃ
- কন্টেন্ট রাইটিং টিপস
- ফ্রী VS পেইড রাইটিং গাইডলাইন
- ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন গাইডলাইন
মডিউল ৪ঃ অনপেজ অপ্টিমাইজেশন
SEO তে প্রতিটি কন্টেন্টকে প্রধানত দুইটা জিনিসের জন্য Optimize করতে হয়।
এক হচ্ছে গুগল এবং দুই হচ্ছে ইউজার।
প্রতিটি কন্টেন্টকে এই দুইয়ের সমন্বয় সাধন করে অপ্টিমাইজ করা অতি জরুরী। কারন, একদিকে গুগলে র্যাংক করানো যেমন জরুরী অপরদিকে সাইট থেকে সেল নিয়ে আসতে না পারলেও কোন লাভ হবে না।
এজন্য সঠিকভাবে ওয়েবসাইটের অনপেইজ অপটিমাইজেশন করার গুরুত্ব অনেক। আর এই মডিউলে আমরা চেস্টা করেছি আপনার জন্য অনপেইজ অপটিমাইজেশন যতটা সম্ভব সহজ এবং কার্যকরী করে তোলার টেকনিকগুলো নিয়ে বিস্তারিত দেখানোর।
এই মডিউলের বিষয়বস্তু সমূহঃ
- পুরো অনপেইজ অপ্টিমাইজেশন এর আউটলাইন
- ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন
- Yoast SEO Plugin ইন্সটলেশন
- Permalink এবং অন্যান্য বেসিক বিষয়াবলী সেটাপ
- আর্টিকেল/কন্টেন্ট অপ্টিমাইজেশন প্র্যাক্টিক্যাল
- Google Webmaster / Search Console Verification
- Sitemap
- Bing Webmaster Tool
- গুগল সার্চ কনসোল- In Depth
- লিঙ্ক Disavow
- Robots.txt ফাইল ক্রিয়েশন, প্র্যাক্টিক্যাল ব্যবহার
- ৩০১, ৩০২ রি-ডাইরেকশন
- Canonical URL – অ্যাডভান্সড টপিক
- গুগল অ্যানালাইটিক সেটাপ
- Google Analytics এর প্র্যাক্টিক্যাল ব্যবহার এবং গভীর পর্যালোচনা
মডিউল ৫ঃ অফপেজ অপ্টিমাইজেশন
অনপেইজ অপ্টিমাইজেশনের পরে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অফপেইজ অপ্টিমাইজেশন। লিঙ্ক বিল্ডিং (Link Building) হচ্ছে এই সেক্টরের প্রধান কাজ। কিন্তু এখানেই শুরু হয় যত ঝামেলা।
কারন?
লিঙ্ক বিল্ড করার রয়েছে হাজার হাজার উপায়, কিন্তু সমস্যা হচ্ছে অধিকাংশই ব্ল্যাকহ্যাট মেথুড।
ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় সাধারণত যে সকল লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি আমরা দেখি সেগুলোর মধ্যে অধিকাংশই পুরনো এবং ব্ল্যাক হ্যাট এসইও পদ্ধতি। যেগুলোতে সাইটের উপকারের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে।
কাজেই সঠিক জিনিস জেনে বুঝে লিঙ্ক বিল্ড করার কোন বিকল্প নেই
এর উপরে গুগল যেখানে Rank Brain ঘোষণা করেছে সেখানে তো লিঙ্ক বিল্ডিং এর সময় একটু না, বরং অনেক বেশি সতর্ক থাকতেই হবে, কারন একটু এদিক সেদিক হলেই খাবেন পেনাল্টি।
আর ঠিক এজন্যই,
আমাদের এই অফপেইজ সেকশনে আমরা শেয়ার করেছি এমন কিছু লিঙ্ক বিল্ডিং পদ্ধতি সম্পর্কে যেগুলো ১০০% সেইফ এবং পরিক্ষিত। কাজেই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে 😉
এই মডিউলের বিষয়বস্তু সমূহঃ
- Google যেভাবে ওয়েবসাইটের কোয়ালিটি নির্ধারণ করে
- অফপেইজ অপ্টিমাইজেশন আউটলাইন
- লিংকের ন্যাচারাল ফ্লো
- ডু-ফলো নো- ফলো লিঙ্ক
- তিন ধরনের লিঙ্ক এবং তাদের কোয়ালিটি
- সোশ্যাল বুকমার্কিং – কি, কেন এবং বেশ কয়েকটি ওয়েবসাইটে প্র্যাক্টিক্যাল সাবমিশন
- সোশ্যাল বুকমার্কিং ওয়ার্ক প্রুফ তৈরি করা
- আটোমেটিক ব্যাকলিঙ্ক চেকার
- Spamming!
- ফোরাম পোস্টিং – কি, কেন এবং প্র্যাক্টিক্যাল সাবমিশন
- ফোরাম সাইট খুজে বের করা
- ফোরাম পোস্টিং ওয়ার্ক প্রুফ তৈরি করা
- IP, Proxy, VPN Server
- Free VPN Solution
- ওয়েব ২.০ লিঙ্ক বিল্ডিং কি, কেন, কতটা গুরুত্বপূর্ণ
- Web 2.0 লিঙ্ক বিল্ডিং সম্পর্কে অনেকগুলো ভুল ধারণা এবং এর সমাধান
- বেশ কয়েকটি ওয়েব ২.০ সাইটে প্র্যাক্টিক্যালি লিঙ্ক তৈরি করা
- Web 2.0 আর্টিকেল আইডিয়া
- Google Advanced Search Technique
- High Strength Link Building- অ্যাডভান্সড লিঙ্ক বিল্ডিং
- গেস্ট পোস্টিং ট্রিক
- ব্লগার/ওয়েবমাস্টারদের ইমেইল অ্যাড্রেস খুজে বের করা
- ইমেইল আউটরিচ
- Sponsored Link সিস্টেম
- ইনফোগ্রাফিক (Infographic ) লিঙ্ক বিল্ডিং
- ব্রোকেন লিঙ্ক (Broken Link) বিল্ডিং Strategy (Basic+Advanced)
- Private Blog Network -PBN সম্পর্কে আলোচনা
এসইও শেখার পর অনলাইনে কাজ করার জন্য কিছু গাইডলাইনঃ
- অনলাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি
- অনলাইনেই চাকুরী এবং ব্যাবসার ধারনা
- অনলাইনে চাকুরী এবং ফ্রীল্যান্সিং কি এবং কিভাবে হয়
- ফ্রীল্যান্সিং এর বিষয়টি কিভাবে হয়ে থাকে এবং উপার্জিত অর্থ আপনি কিভাবে তুলতে পারেন
- অনলাইনের অন্যান্য কাজ গুলো সম্পর্কেও ধারণা
- বিভিন্ন ধরণের কাজের মার্কেট সম্পর্কে ধারণা
- এসইও শেখার পর অনলাইনের কি কি সেক্টরে কাজ করে আয় করতে পারেন সেই সম্পর্কে গাইডলাইন
- এছাড়াও থাকছে আরও অনেক কিছুই!
Keyword Research and Analysis এর উপর রিয়েল লাইফ প্রোজেক্ট-
– সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস এর উপর রিয়েল লাইফ প্রোজেক্ট এবং ওয়ার্ক প্রুফ তৈরি করে দেখানো হয়েছে।
সাথে থাকছে আকর্ষণীয় বোনাস টিউটোরিয়াল ভিডিও!
ফ্রী ব্লগার দিয়ে ব্লগ তৈরির টিউটোরিয়াল এ থাকছেঃ
- ব্লগার.কম থেকে ফ্রী ব্লগ তৈরি করা
- ব্লগ মডিফিকেশন
- কন্টেন্ট মডিফিকেশন এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল
এছাড়াও ফ্রী ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল এ থাকছেঃ (বোনাস ভিডিও)
- অনলাইন থেকে ডোমেইন হোস্টিং নিয়ে কিভাবে কাজ করতে হয়
- লাইভ সার্ভার বা cPanel এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করা
- ওয়েবসাইটে পোস্ট করা থেকে শুরু করে কন্টেন্ট মডিফিকেশন প্রণালী
- এটি হচ্ছে নতুনদের জন্য ওয়ার্ডপ্রেস এর উপর আমাদের স্পেশাল টিউটোরিয়াল যেখানে ফ্রীতেই ওয়েবসাইট তৈরি এবং নিয়ন্ত্রন করা শিখতে পারবেন আপনি।
**********************************************************
⋗⋗ সর্বমোট ভিডিও এর সংখ্যা- ১০০টি+
⋗⋗ টোটাল ভিডিও এর ডিউরেশন- ১৮ ঘণ্টা+
⋗⋗ মোট DVD এর সংখ্যা- ২ টি
⋗⋗ প্রতিটি ভিডিও HD কোয়ালিটির, স্পষ্ট এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি
⋗⋗ ভিডিও গুলো কম্পিউটারের পাশাপাশি যে কোন স্মার্টফোনেও দেখা যাবে
**********************************************************
এই ভিডিও গুলোর সবচাইতে ভাল দিকটি হচ্ছে- এসইও এর কাজ গুলোতে অনেক ভাল এবং খারাপ দিক আছে। আমরা এই টিউটোরিয়াল এ সেইফ অর্থাৎ White Hat SEO এর বিষয় গুলো গভীরভাবে আলোচোনার পাশাপাশি প্র্যাক্টিক্যাল দেখিয়েছি যাতে যে কেউ একদম শূন্য নলেজ নিয়েও এসইও এর কাজটি যে কোন নিশের জন্য ভাল করে করতে পারে।
আপনার পড়াশুনা, চাকরি বা অন্যান্য কাজের পাশাপাশি একটু একটু করে শুরু করুন ভবিষ্যতের প্রস্তুতি। নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য তৈরি করুন কিছু অতিরিক্ত ইনকাম সোর্স!
তবে একটি কথা, অবশ্যই আমরা এখানে ব্যাবসা করতে এসেছি, তবে সেটা আপনার উপকারের কথা মাথায় রেখেই। আমরা চাই, আপনাদের জন্য ভাল কিছু করতে, কিন্তু সেটার জন্য আমরা পারিশ্রমিক নিব না এই নীতিতে আমরা বিশ্বাস করি না। তবে আমরা সব সময়ই চেস্টা করি নামমাত্র মূল্যে সবচাইতে সেরাটাই আপনাদের দিতে। আশা করি বরাবরের মত আপনারা আমাদের সাথেই থাকবেন।
এক কথায়, যেহেতু SEO হচ্ছে মার্কেটিং এর একটি অংশ, এ জন্য হাজার রকম উপায়ে এটা অ্যাপ্লাই করে ফ্রীল্যান্সিং করা যায় অথবা অনলাইনে ব্যবসা করা যায়। এ সম্পর্কে গাইডলাইন DVD এর শেষে গাইডলাইন দেয়া আছে
ভিডিওর কোয়ালিটি নিয়ে ভাবছেন? শিখতে পারবেন কিনা? তাহলে যাচাই করে নিন কোয়ালিটি…
ভিডিও টিউটোরিয়াল হচ্ছে একটি ডিজিটাল শিক্ষা মাধ্যম। এই ব্যাবস্থায় আপনি কম্পিউটারে ভিডিও প্লে করলে একই সাথে কথা শুনতে এবং কাজটি দেখতে পারবেন। ফলে আপনি ঘরে বসে প্রাতিষ্ঠানিক লেকচারের মত নয় এমনকি এর থেকে বেশি উপকৃত হবেন।
কারন প্রাতিষ্ঠানিক লেকচার মাত্র একবার দিয়ে শেষ হয়ে যায়, আর আমাদের টিউটোরিয়াল গুলো আপনারা আপনাদের সুবিধামত বার বার দেখে প্র্যাক্টিস করতে পারবেন এবং এভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব।
বাইরের দেশ গুলোতে অনেক আগে থেকেই এই রকম টিউটোরিয়াল অত্যন্ত জনপ্রিয় শিখা ব্যবস্থায় রূপ নিয়েছে। লিন্ডা, টিউট+ ইত্যাদি বিভিন্ন কোম্পানি ইংরেজীতে তাদের টিউটোরিয়াল দিয়ে বছরের পর বছর ধরে শিক্ষা দিয়ে আসছে। কিন্তু বাংলা ভাষায় মান সম্মত তেমন একটা টিউটোরিয়াল না থাকার কারণে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। মূলত এই জন্যই আমাদের এই বাংলা ভিডিও টিউটোরিয়াল গুলোর সৃষ্টি।
কোয়ালিটি যাচাইয়ের জন্য ডেমো ভিডিওসমূহঃ
(বিঃ দ্রঃ আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলে ইউটিউব এর আটো সেটিংস এর জন্য ভিডিও ঝাপসা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ডিভিডি এর প্রিতিটি ভিডিও ১০০% ক্লিয়ার এবং স্পস্ট। কাজেই ভিডিও দেখতে কোন সমস্যা হবে না। )
স্টুডেন্টদের জন্য পড়ালেখার পাশাপাশি অনলাইনে কিছু করার একটা ভাল সুযোগ তৈরির জন্যই এই কোর্সটি
এর সাথে আরও থাকছে সাপোর্ট এর ব্যবস্থাঃ
এর পরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোন সমস্যা হয় তার জন্য থাকছে সাপোর্ট এর ব্যাবস্থা। আপনি আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপ এ ডিসকাশন এবং স্পেশাল ইমেইল এর মাধ্যমে এই হেল্প পাবেন। এই ঠিকানা ডিভিডি এর সাথে দেয়া থাকবে।
শুধুমাত্র ফ্রীল্যান্সিং ই নয়, এসইও এর এই কোর্সটি কে কাজে লাগিয়ে আপনি আরও অনেক উপায় যেমনঃ ব্লগিং, মার্কেটিং, গুগল এডসেন্স দিয়ে মাসে ১০০-৫০০ ডলার আয় করতে পারেন।
উল্লেখ্য, বর্তমানে কোর্সটি প্রায় ৮৫% আপডেট অবস্থায় আছে। ইন্টারনেট চালানো সম্পর্কে ধারনা থাকলে যে কেউ এটি দেখে কাজ করতে পারবে
টিউটোরিয়াল DVD এর মুল্যঃ (একই বক্সে ২ টি ডিভিডি)
প্রাথমিক মূল্য- ১৫০০ টাকা
কিন্তু এই মুহূর্তে অর্ডার করলে স্পেশাল ছাড়ে পাবেন মাত্র- ৯৯০ টাকায়!
এই অফার যে কোন সময় শেষ হয়ে যেতে পারে, তাই এখনই অর্ডার করুন
বিশেষ ডিস্কাউন্ট শেষ হওয়ার আগেই অর্ডার করুনঃ
* তথ্য জানার প্রয়োজনে সরাসরি ডায়াল করুন- 09604400400(10AM-10PM) অথবা, ফেসবুক পেইজে মেসেজ করুন এখানে
কোন কারনে মোবাইল কল করতে পারছেন না? ফেসবুকে জিজ্ঞেস করুন এখানে
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন, আল্লাহ হাফিজ।
172 Responses
really great…
Thanks for share
Thanks for sharing the nice information.
Vai ami apnar seo packeg ta kineci.please give me Odesk ar Seo test Answer 2014 ar akat pure answer ar link.your videos awesome.
Email us- [email protected]. Thanks.
আপনার মোবাইল নম্ব্রটা পাইতে পারি
এই নম্বরে সকাল ১০ টা থেকে রাত ৯ টার মধ্যে কল করতে পারেন- 09604400400 ধন্যবাদ
thank you for sharing…..বাকি vdieo tutorial গুলোর অপেক্ষায় থাকলাম
Dear Kader brother,
Thanks a lot for your right guide line. I think i will be get full support form your site, tutorial and your advice.
That is really a very helpful site for the freelancer. Last few days i am waiting such type of site where i can get full support of freelancing.
best regards
adnan
এ সমস্যায় অনেক দিন ধরে ভুগতে ছিলাম এবং সমাধান খুঁজতে ছিলাম ৷ কতটা উপকৃত হয়েছি বলে বুঝানো যাবে না ৷ ধন্যবাদ কাদের ভাই ৷
শুনে অনেক ভাল লাগল। আপনাকে স্বাগতম।
ভাল লাগলো, দেখে।
This is the best SEO DVD seller in Bangladesh 🙂
I have collected this tutorial.
It is as awesome as I thought….
Khub kaje legevhe amar….
কাদের ভাই আমি সারাদিন fb r youtuve দিন পার করি আমার বহু দিনের আশা আমি নেটের
এই কাজ গুলো করবো কিন্তুু । আমি কার কাছে যাবো আবার কে আমাকে ঠকাবে তাই কারো কাছে
জাওয়া বা বলা হয় নাই । আজকে আপনাদের এই says দেখে আর আপনার কমেন্ট দেখে আমার
খুব ভালো লাগলো । আপনি আমাকে আপনাদের এই ঠিকানাটা বলবেন কি আমার খুব ঊপকার হবে
ভাই ভালো থাক বেন ওঁকে বায় ।
best tutorial I have ever seen. হাতে ধরেও এভাবে শেখানো যায় বলে মনে হয় না….
অনেক ধন্যবাদ ভাই, 🙂
আপনার এই DVD তে সকল প্রকার হেল্প পাব?
আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখান থেকে হেল্প পাবেন
Vai,apnader fb group konta..??.link den….
আমাদের পাবলিক কোন ফেসবুক গ্রুপ এই মুহূর্তে নেই। স্টুডেন্টদের জন্য আলাদা সিক্রেট গ্রুপ আছে যেটিতে শুধুমাত্র প্রিমিয়াম স্টুডেন্টদের অ্যাড করা হয়। যে কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেইজে জিজ্ঞেস করতে পারেন- https://facebook.com/itbari অথবা আমাদেরকে কল করতে পারেন- 09604400400 (10am-10pm) ধন্যবাদ
Thats good
আমার দেখা সেরা ভিডিও টিউটোরিয়াল। আইটি বাড়ি এবং কাদের ভাইকে ধন্যবাদ এমন তথ্যবহুল ভিডিও টিউটোরিয়ালের জন্য। আশা করি ভবিষ্যতে অন্যান্ন বিষয়ের ওপর আরো ভিডিও টিউটোরিয়াল আইটি বাড়ি রিলিজ করবে।
vai, upurer dea sobgula lesson ki 3 ta dvd te ase.
হ্যা আছে
এডমিন ভাই পুরান সিডিতে নতুন আপডেট কিভাবে পাব?????? plzz একটু বলবেন!!!!!!!
নতুন আপডেট এর জন্য পুনরায় অর্ডার করতে হবে।
গতকাল নতুন DVD টার অর্ডার দিলাম……. । অবশ্য আগের ভার্সনটা আছে but আরও নতুন কিছু শেখার জন্য অধির আগ্রহে আছি । আশা করি দুই একদিনের মধ্যে পেয়ে আবো ইনশাল্লাহ….।
ব্রাদার, আগে তো ২টা ছিল এখন তিনটা সিডি
হ্যা, এটা আমদের ৫ম আপডেট, ফুল এবং আরও অনেক বেশি বিস্তারিত 🙂
কাদের ভাই, শুভেচ্ছা নিবেন।
অাপনার জীবন চলার পথ শুভ হোক, সবসময়, সর্বদা।
That is very helpful post for learning seo.
আসসালামু আলাইকুম কাদের ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুজে পাচ্ছি না। বাংলাদেশে এই প্রথম আপনি বাংলা সঠিক ভিডিও টিউটোরিয়াল এসেছেন। এখান থেকে আনি অনেক শিখতে পেরেছি। আবার ওডেক্স টিউটোরিয়াল এর অর্ডার দিয়েছি। দোয়া করবেন আমি যেন সফল হই।
God bless you,brother.
good
আমার দেখা সেরা ভিডিও টিউটোরিয়াল। আইটি বাড়ি এবং কাদের ভাইকে ধন্যবাদ এমন তথ্যবহুল ভিডিও টিউটোরিয়ালের জন্য। আশা করি ভবিষ্যতে অন্যান্ন বিষয়ের ওপর আরো ভিডিও টিউটোরিয়াল আইটি বাড়ি রিলিজ করবে।
ইনশাআল্লাহ্ অবশ্যই চেস্টা থাকবে, মন্তব্যের জন্য ধন্যবাদ।
onek valo, you r great , god bless u
Thanks.
এইচটিএমএল (HTML) এর মধ্যে মেট্যা ট্যাগ বসানো, সরাসরি কোডের মধ্যে বসানো এবং কোড সম্পর্কে ধারনা
ব্লগার.কম দিয়ে করা ব্লগে মেট্যা ট্যাগ বসানো
এই কাজ গুলো ডিভিডি তে প্র্যাক্টিক্যালি করে দেখানো হয়েছে।
Help me ..
এই ঠিকানায় ইমেইল করুন- [email protected]
আমি কি ভাবে আয় করতে পারি, সেটা আমাকে মেইলে দিবেন কি?
ভাল এভাবে এগিয়ে যান।
ধন্যবাদ, আপনাদের জন্যই তো আমরা এগিয়ে যাচ্ছি ভাই, 🙂
ভাই marketplace গুলোতে seo specialist
কাজ অনেক পাওয়া যাই আপনাদের
video দেখে কি
ঔ কাজ গুলি করা যাবে
হ্যা করতে পারবেন,
I want to work this site
vai ami kicoi parina kinto ami chai amr profession ta online Ai korte ami akhon ki korte pari ???
dear brother,
first I like to inform you that I am very much interested in outsourcing. I am a banker. but I’ll leave my job after few months becoz of my children.
after leaving the job, i don’t want to depend on other that’s why want to learn about this.
I will be very thankful if you could suggest me from where should i start. I did not buy any CD yet.
As per as I have read your guideline, I think I shall go for SEO. Now what to do?
Regards,
Farhana
vai ami kicoi parina kinto ami chai amr profession ta online Ai korte ami akhon ki korte pari ???
প্রথমে সিদ্ধান্ত নিন কি কাজ শিখবেন, তারপর কাজ শেখেন এবং এরপর আয়ের জন্য চেস্টা করুন
সর্বশেষ অর্ডার করলে কি আপডেট ভার্সন পাওয়া যাবে?
যখনই অর্ডার করবেন, তখনকার সর্বশেষ ভার্শনটাই পাবেন
অনেক ভালো লাগলো
vi ame “off page seo” pare, akhon on page seo shektachi apnader dvd dea ke shektaperbo???
অবশ্যই পারবেন
I want to purchase it
এই লিঙ্ক থেকে অর্ডার করুন- https://www.itbari.com/how-to-collect
আব্দুল কাদের ভাই…….আমি অনেক আশা নিয়ে এসইও শেখার ভিডিও টিউটোরিয়ালটা রকমারী.কম থেকে অর্ডার করেছি। দেখি আশাটা পূরণ হয় কিনা । ধন্যবাদ
আশা কতটুকু পূরন হয়েছে তা ডিভিডি দেখার পর জানাতে ভুলবেন না
Kader bro I have been purchase the seo bangla tutorial .Now I want to purchase the odesk practical.How much will be paid for this 2nd order.plz Reply soon. thanks ……
এসইও এবং আপওয়ার্ক সেইম ভিডিও না, দুইটা আলাদা টিউটোরিয়াল
khub valo laglo bhy,apni obssy apnar lokha poysa jaba insa-ALLAH
আমীন
বাংলা ভাষায় এমন টিউটোরিয়াল হতে পারে না। অসাধারণ
onik balo lagea
KADER VI,IF YOU ESTABLISHED A TRAINING INSTITUTE FOR US,IT WILL HELPFUL TO US
ami seo dvd ti kina ci……dvd ar video quality khub valo.
vaia akhon oder dile ki notun DVD pabo?
অবশ্যই পাবেন, আগে সকল জায়গায় আমাদের ডিভিডর আপডেট ভার্শন পাঠিয়ে দিয়েই তারপর ওয়েবসাইটে দেয়া হয়
আপনাদের এস.ই.ও টিওটোরিয়াল টি নিয়েছি নতুন কিছু শিখতে পারতেছি তাই ভাল লাগতেছে।
I proud of kader bai…..Thank u so much……
Dearest Kader Bhai:
I’ve seen your entire tutorial on SEO that helped me lot , you explained it very easily to understand
🙂
আব্দুল কাদের ভাই, আমি ঢাকার নউমার্কেট এলাকায় থাকি। আমি আপনার এইইও এর টিউটরিয়াল কেনার জন্য আজ মাল্টিপ্লানে যাবো। ভাই আমি কি কাজ শেখার পর কিভাবে কাজ পাব এবং কিভাবে কাজ বাস্তবে করে বায়ারের কাছে জমা দিব তার দুই একটি প্রাকটিকাল করে দেখালো ডিভিডি আছে?
হ্যা, কিভাবে ওয়ার্ক রিপোর্ট তৈরি করবেন করে দেখানো আছে
AMI SHAHNUR,
IT BARI SEO DVD KINE UPWORK JOB APPLY KORCHILAM,
AMI 4 TA PROPOSAL SUBMIT KORCHI,
EKN EKTA()( ACTIVE CANDIDACY )DAKHAY ,ETA KI BOJLAM NA ,
THANKS IT BARI
আপনাকে কাজের নির্বাচিত ক্যান্ডিডেটদের তালিকায় রাখা হয়েছে, ক্লাইন্ট মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দিবেন, কাজটি পাওয়ার সম্ভাবনা বেশী 🙂
আমি DVD নিতে চাই. full seo শিখতে এবং তা কাজে রুপান্তর করে বায়ারের কাজ করে দিতে কয়টি ও কি কি DVD নিতে হবে. এবং মূল্য কত lআসবে যদি বলতেন .
আমার seo এর কাজ করার ইচ্ছা .অনেক দিন যাবৎ নেটে অনেক তথ্য সংগ্রহ করেছি .এবং এটাকে আমার life time job হিসেবে নিতে চাই.
ভাই আপনাকে ধন্যবাদ এ রকম প্লাটর্ফম আমাদের কে দেওয়ার জন্য …
আপনি এর জন্য আমাদের এসইও এবং প্র্যাক্টিক্যাল আপওয়ার্ক বাংলা টিউটোরিয়াল দুটো কিনতে পারেন
If I change my blog address( for better key word ) what will be effect in webmaster tool and SEO .
Oh!! ha apnar seo video gulo khub valo.. ami apnar kajer prosonsa na kare parlam na..
thanks for your comment, yes it may have positive or negative impact, but temporary loss may happen.
vi ami apnar tuturial thake onek kisu sikta parsi. thanks vi
vai ai kaj korty kono software lagby
নাহ, এটা শেখার জন্য তেমন কোন হাই কোয়ালিটি সফটওয়্যারের প্রয়োজন পরে না, যে কেউ এটা শিখতে পারেন
bai 750 taka deya akta tutriual kenla earning porjontto seka jabe.
হ্যা পারবেন, এখানে কাজ শেখা এবং কাজ করার সকল পদ্ধতিগুলো দেখানো আছে
Assalamu Alaikum,
Kader Vai, Ami Filezilla connect korte paschina, “Filezilla” kono tutorial thakle aktu help korun.. download link thakle din.
ফ্রী হোস্টিং এ প্রায় সময়ই এই ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি আমাদের কাছ থেকে হোস্টিং কিনে ব্যবহার করতে পারেন, ফেসবুকে আমাকে মেসেজ দিন
আপনার এস ই ও টিউটোরিয়াল গুলো খুবই ভাল হয়েছে । এই টিউটোরিয়ালগুলো দেখে যে কেউ এস ই ও শিখতে পারবে খুব সহজেই।এইবার এডবান্স এস ই ও টিউটোরিয়াল বের করলে ভালো হত।
ধন্যবাদ,আঃ কাদের ভাই,এতো সুন্দর টিউটোরিয়াল আমাদের উপহার দেওয়ারর জন্য।
Recently I am create a website on online and i realize that the SEO is very impotent For my website and i thing It-Bari SEO method is best for my SEO. then I need this video and need SEO expert for my Site. Now I am Calling Abdul Kades Vai…..
আমি আপনার এসইও ভিডিও টিউটরিয়াল দেখলাম। সত্যি কথা বলতে কি ব্যাংকে চাকুরী করি পাশিপাশি দীর্ঘদিন ধরে অনলাইনে টুকটুক কাজ করি। আমি অনেক ভিডিও টিউটরিয়াল দেখেছি আপনার টাই সেরা। আপনার সাথে মোবাইলে কথাও হয়েছে। আপনি উদার মানষিকতা নিয়ে কাজ করছেন। আমি 100 ভাগ চেষ্টা করবো আপনার সিডি দেখা ভালো কিছু হওয়ার জন্য। আমি আপনার সাথেই আছি শুধু আপনি আমার একটু পাশে থাকবেন। আমার স্ত্রীও আপনার সিডি শুনে আপনার প্রসংশা করেছে।
vai seo sikle valo hobe na online marketing. plzzzz ans.
এসইও আগে শিখতে হবে
kader vai ami apnader seo tutorial ta niye seo siktasi…………….vai jodi apnara photoshop tutorial toiri koren taile khub upokar hoy…..plz vai photoshop er bisoy ta ektu vebe dekben
Insha-ALLAH cesta thakbe
vai apnader seo er dvd thake video cconvart
na kore, sodo copy kore ki Android a dakha
somvob???
হ্যা দেখতে পারবেন।
ok… thnx…ami apnader dvd gola nibo… kinto konta dea soro korbo…wardpress, web design naki seo…????
এসইও হচ্ছে খুব কমন বিষয়। আপনি শুধু এসইও শিখেও কাজ করতে পারবেন আবার যদি অন্য কিছু শেখেন এবং পাশাপাশি এসইও ও জানা থাকে তাহলে এসইও আপনাকে ওই কাজেও অনেক হেল্প করবে। তাই আপনি চাইলে এসইও এবং ওয়েব ডিজাইন দুটোই আয়ত্ব করতে পারেন।
ok vai…thnx…
Nice your post seo
Vai ami apnar DVD ta kinse kub valo notun dar jonno but kisu advance update hoase ki akon
মার্কেট আপডেটের সাথে সাথে আমরাও আমাদের ডিভিডি আপডেট করি। কাজেই আপনি যখন ডিভিডি কিনবেন তখন তখনকার আপডেট টা পাবেন
I have purchased your SEO tutorial CD. I think this tutorial is one of the best tutorial for SEO. You a private tutor sir.
Thanks.
great seo video .
vai seo dvd niysi……web desgine nibo
আমি আপনাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনতে চাই। এটার মুল্য কত এবং কিভাবে পরিশোধ করতে হবে জানাবেন।
এই লিঙ্কে বিস্তারিত দেখুন- https://ithostbd.com
Thakn you for your advanced and one of the best SEO tutorial ,it is very helpful for people ,which people want to learn SEO properly.
You are welcome
Hello Sir,
I want some tutorial about seo.But i am now in abroad.What can i do??
Waiting for reply
plz send email at- [email protected]
সত্যিই অনেক ভালো লাগল আপনাদের সমস্ত কথা আর কাজ। এতটুকু বিশ্বাস করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা অনেকখাানিক কাজে লাগাতে পারব। আর সবচাইতে বড় বিষয় হলো সবকিছুই অনেক সুন্দর করে সাজানো গুছানো। আমরা যারা শিখতে যাচ্ছি বা শিখব তারা যদি উপকৃত হই, তাহলে আল্লাহ তাআলাও আপনার ভালো করবেন। আর একটা কথা কি ভাই, আজকাল টাকা দিয়েও সব কিছু শিখা যায় না। কারন আন্তরিকতার অভাব, লোভ ও মিথ্যার আশ্রয় নেওয়া।
শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে ধন্যবাদ 🙂
Ami SEO video kinechi but free te ki apnader update video pete pari na? seo video gulo
জি ভাই, আপডেট ভিডিও তো ইতিমধ্যেই গ্রুপে ফ্রীতে শেয়ার করা হয়ে গেছে। আপনি হয়ত খেয়াল করেন নি। অনুগ্রহ করে গ্রুপ থেকে দেখে নিন। ধন্যবাদ
vai ami domain & hosting kinbo.please jogajog korle valo hoy
ডোমেইন হোস্টিং এর জন্য আমাদের এই ওয়েবসাইট দেখুন, এটা আমাদেরই সার্ভিস- https://ithostbd.com
I see your Wed Design and Development DVD. Excellent . I need SEO tutorial DVD.Please inform me,how can i collect (Because not available at that time) .I am waiting for your reply.
উপরের পোস্টেই তো অর্ডার অপশন দেয়া আছে, সেখান থেকে অর্ডার করে ফেলুন
আসসালামুআলইকুম,ভাই কেমন আছেন?
ভাই আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং এসইও টিউটোরিয়াল এর সফ্টকপি নিতে চাই এখন এটা কিভাবে পেতে পারি? এবং পেমেন্ট কিভাবে করবো?
ওয়ালাইকুম আস সালাম, এর জন্য এই নম্বরে যোগাযোগ করুন- +8809604400400
ভাই আপনাদের ওয়েব গুরু এবং এসইও এর ডিভিডি কি পেন্ড্রাইভে দেয়া যাবে?
নাহ ভাই এটা পেন্ড্রাইভে দেয়া যাবে না, তবে হ্যা আপনার যদি ডিভিডি রোম না থাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড ভার্শনে কিছু ডিস্কাউন্ট ও পাবেন প্লাস ঘরে বসে ইন্সট্যান্টলি ডাউনলোড করে দেখতে পারবেন। এর জন্য এই নম্বরে যোগাযোগ করুন- +8809604400400
ভাই! এটা শেখার জন্য ইংলিশে কেমন পারদর্শী হতে হবে? আর ডিভিডি পাবার সিস্টেম তো বললেন কিন্তু আমি এখন দেশে নেই তো আমি যদি অর্ডার করি তাহলে ডিভিডির সাথে ভিডিও লিংক পেতে পারি? কারণ ডিভিডি কিনেও তো আর আমি হাতে পাচ্ছি না তাই ভিডিও লিংক দিলে হয়ত এখানে বসে ডাউনলোড করে দেখতে পারবো। এমন কোন সিস্টেম আছে আপনাদের? থাকলে জানাবেন প্লিজ
এর জন্য ইংরেজীতে আপনার মনের কথা ক্লাইন্টকে লিখে বোঝাতে পারলেই চলবে। ৯৯% ক্লাইন্টের সাথেই সরাসরি কথা বলার প্রয়োজন হয় না, শুধু চ্যাট করার প্রয়োজন পরে। আর হ্যা আপনি বিদেশে থাকলেও ড্রাইভ লিঙ্কের মাধ্যমে কিনতে পারবেন। সরাসরি ড্রাইভ লিঙ্ক কিনতে এই লিঙ্ক থেকে কন্টাক্ট ফর্ম পূরণ করে আমাদের মেসেজ করুন- https://www.itbari.com/contact/
ধন্যবাদ
ভাই! আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমি যদি DVD না কিনে সরাসরি ড্রাইভ লিঙ্ক কিনি তাহলে কি DVD তে যে ভিডিও টি দেয়া আছে সেই ভিডিও টাই পাবো নাকি DVD & সরাসরি ড্রাইভ লিঙ্ক এর ভিডিও দুটি দুই রকম?
জি একই কোর্স ম্যাটেরিয়াল পাবেন। লিঙ্ক এর মাধ্যমে ডাউনলোডের জন্য এই নম্বরে ফোণ করুন- 09604400400 (10am-9pm)
আমি 2011/12তে seo কাজ শিখছি তখন কোন ভায়ারের অডার করতে পারিনায় । এখন ইচ্ছে হয় ফিলানছি করি তাহলেকি আমি পারব না নতুন করে আবার কাজ শিকতে হবে । দয়া করে সঠিকটা যানাইবেন ।
জি অবশ্যই ভাই, চেস্টা করলে সম্ভব ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল।
Vai ekdom notun.ami bujtecina kisher upor training korle income korte sohoj hobe ektu poramorsho din.kun dvd amar jonno?
SEO দিয়ে শুরু করুন, এখানে কাজ শেখার পাশাপাশি এমন অনেক তথ্য শেয়ার করা হয়েছে যেগুলো আপনাকে হেল্প করবে সিদ্ধান্ত নিতে।
ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি , আমি DVD Order দিতে পারবো ,,,,,,আর কোন DVD টা নিলে সবচেয়ে ভাল হবে ,,,,
আপনি এই লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই- https://www.itbari.com/contact/
vai SEO er dam ta kom hole valo to,,student to….
যে পরিমাণ কোর্স ম্যাটেরিয়াল আর যা কিছু দেখানো হয়েছে সেগুলো ভাই ৩০ হাজার টাকার অনেক কোর্সে করেও পাবেন না। আমরা চাই এইগুলা এতটাও সস্তা না হোক যাতে করে মানুষ কোন গুরুত্বই না দেয়। একটু ভাল কোয়ালিটির জিনিস পেতে হলে এইটুকু খরচ তো করতে হবেই ভাই। তবে হ্যা, ডিভিডি কেনার পরে আপনিও বলবেন যে এর দাম আরো বাড়িয়ে দিন, না হলে সবাই কিনে মার্কেট নষ্ট করে ফেলবে। এমনটা ডিভিডি দেখার পরে অনেকেই বলে ভাই। ধন্যবাদ।
link newar somoi DA 30 theke kom newa valo na beshi newa valo?
DA 30 যথেষ্ট standard একটি পর্যায়, এর বেশি পেলে ভাল, কম না নেয়ার চেস্টাই করবেন
ভাই, আমি ২০১৭ এর SEO DVD নিয়েছিলাম। এখন কি আবার নতুন টা কিনতে হবে। নাকে update গুলো পাউয়ার অন্য কোন উপায় আছে?
এটা কোন আপেডট নয় ভাই, সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। কাজেই এটা কিনে সংগ্রহ করতে হবে। ধন্যবাদ
jodi ami online er link dara download kori tahole ki kono kisu bad jabe naki?
নাহ ভাই, ডাউনলোড এবং ডিভিডি তে একই জিনিস থাকবে।
আপনাদের ডিভিডি দেখে শেষ করতে কতদিন লাগবে ভাই?কত মাসের মদ্ধে আমরা অনলাইনে কাজ শুরু করতে পারব?আর কত টুকু সময় দিতে হবে প্রতিদিন?
প্রতিদিন ২-৩ ঘণ্টা সময় দিলে এই কোর্সটি ১ মাসের মধ্যে শেষ করা সম্ভব, তবে প্র্যাক্টিস+কাজ করার জন্য আরো কয়েক মাস সময় লাগবে। ধন্যবাদ
আমি On page এবং Off page এসইও এর টিউটোরিয়াল নিতে চাচ্ছি। কেমন দাম পড়বে।
উপরের যে প্রাইস ম্যানশন করা আছে সেটাই ভাইজান। ধন্যবাদ
Vai ami ei vedio tutorial gula kente chai…. A jonno amake ki korte hobe???
Please call this number to order- 09604400400 (10am-9pm) Thanks.
Please give me Your contract number.
এই নম্বরে যোগাযোগ করুন- 09604400400 (10am-9pm) ধন্যবাদ
Thanks for explaining things beautifully. There are some things that cannot really be determined by the value of money. Your solution is exactly what it is worth.
Hello Sir, Thanks for your beautiful comment. Hopping your success.
ভাইয়া প্রথমে আমার সালাম নিবেন, আছা করি ভাল আছেন আমি আপনার ছোট ভাইয়ের মত। ভাইয়া কি বলব আপনাকে বলে বুঝাতে পারছিনা, ই রকম পোস্ট আমার লাইফ এ এই প্রথম, আমি ৩ বছর ধরে SEO কি ভাবে শিখব তা বুঝেই উটতে পারছিলাম না, আজ আপানার এই পোস্ট আমাকে অনেক উপকার করেছে, আমি পারছিনা আমি এখন আপনার দেয়া পেকেজ টা কিনে ফেলি, সত্যি বলছি ভাই আমি আমার অনলাইন সপ্নটা আবার ফিরে পেয়েছি, আমি যত তারাতারি পারব ভাই আপনার দেয়া পেকেজ টা কিনে ফেলব, আমি আপনাকে কল দিব ভাইয়া আপনার নাম্বার আমাকে দিবেন, ইনশ আল্লাহ আপনার ভিডিও হবে আমার প্রথম অধ্যয়,,,,,,, কাদের ভাইয়া
সালাম, ধন্যবাদ স্যার কমেন্ট করার জন্য। আপনার আগ্রহ দেখে আমরা আনন্দিত। আপনি এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন- 09604400400 আরো কিছু জানার থাকলে জানাতে ভুলবেন না।
SEO + Web Design And Development কোর্স ২ টি অামি শেষ করছি, কিছুদিন হলো!
– অালহামদুলিল্লাহ, অাপনার বুঝানোর ধরন সব থেকে অালাদা, অাশা করি কেউ কিনে ঠকবে না!?
– অনেক অনেক ভালো টিউটোরিয়াল, যারা ইউটিউব গুগল করে শিখতে চায় তারা শিখতে ঠিকই পারবে কিন্তু সঠিক ভাবে ধারাবাহিক ভাবে শিখতে পারবে না, তাই অামি মনে করি যেকোনো স্থান থেকে টিউটোরিয়াল কিনে শিখা উচিত, সেক্ষেত্রে অামার ১ম সাজেশন অাইটি বাড়ি।
– অাপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝানোর জন্য!!?
কোর্সটি থেকে আপনি উপকৃত হচ্ছেন জেনে ভাল লাগল। আপনি সফল হলেই তো আমরা স্বার্থক। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
video Duration koto ar DVD ki Available.
ভিডিও বিভিন্ন সময় আপডেটের কারনে বিভিন্ন রকমের ডিউরেশন হয়। লেটেস্ট ডিউরেশন উপরের বর্ণনাতেই পাবেন
আপনার ভিডিওগুলো সত্যিই প্রসংশার দাবী রাখে। প্রিয় কাদের ভাই, আপনি কি গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এর উপর কোন ভিডিও তৈরী করেন?? করলে আরো উপকার পেতাম। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার কমেন্ট করার জন্য। এই মুহূর্তে আমাদের গ্রাফিক্স নিয়ে কোন কোর্স নেই, তবে আমাদের এখন যে সকল কোর্স আছে তার তালিকা এই লিঙ্কে পাবেন- https://www.itbari.com/all-bangla-tutorial/
Apnader SEO tutorial ti ki update. naki old version? ar apnar theke wordpress theme development er update tutorial asha korchi. Ami opekkhai roilam sir.
০৩-০১-২০২০ তারিখ পর্যন্ত SEO টিউটোরিয়ালটি প্রায় ৮০% এর মত আপডেট আছে।
আপনাদের ডিভিডি কোথায় পাবো?
এই লিংক থেকে অর্ডার করতে পারেন স্যার- https://www.itbari.com/order-dvd/ অথবা এই নম্বরে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন- 09604400400 (10am-10pm)