IT Bari প্রদত্ত সকল ওয়েব ডিজাইন ও সংশ্লিষ্ট সেবার তথ্য সর্বোচ্চ সততা ও যত্নের সাথে প্রদান করা হয়। তবে ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্য, ফিচার বা সার্ভিসের সম্পূর্ণ নির্ভুলতা, নিরবচ্ছিন্নতা বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে উপযোগিতার বিষয়ে আমরা কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করি না।
গ্রাহক কর্তৃক সরবরাহকৃত লেখা, ছবি, ভিডিও, লোগো বা অন্যান্য কনটেন্টের বৈধতা, কপিরাইট ও যথার্থতার সম্পূর্ণ দায় গ্রাহকের। এসব কনটেন্ট ব্যবহারের ফলে কোনো আইনগত সমস্যা সৃষ্টি হলে তার দায় IT Bari বহন করবে না।
ওয়েবসাইট হস্তান্তরের পর তৃতীয় পক্ষের হোস্টিং, ডোমেইন, সার্ভার, প্লাগইন, থিম, সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি ইস্যুজনিত কোনো সমস্যার জন্য IT Bari দায়ী থাকবে না, যদি না আলাদাভাবে রক্ষণাবেক্ষণ বা সাপোর্ট সেবা গ্রহণ করা হয়।
IT Bari কোনোভাবেই গ্রাহকের ব্যবসায়িক লাভ, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, ভিজিটর বৃদ্ধি বা নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
এই ওয়েবসাইট ব্যবহার বা আমাদের সেবা গ্রহণের মাধ্যমে আপনি উপরোক্ত ডিসক্লেইমার শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।