ভিডিও টিউটোরিয়াল হচ্ছে ডিজিটাল লার্নিং সিস্টেম। উন্নতবিশ্বে ভিডিও দেখে শেখা অত্যন্ত জনপ্রিয় একটি লার্নিং মাধ্যম। কিন্তু আমাদের দেশে কোয়ালিটি ট্রেইনর না থাকার কারনে এবং পাশাপাশি স্টুডেন্টদের অবিশ্বাসের জন্যও এই সেক্টর উন্নতি করতে পারে নাই।
তবে আমরা চেষ্টা করে যাচ্ছি অল্প টাকায় বেষ্ট কোয়ালিটির কোর্স প্রোভাইড করতে যাতে করে, স্টুডেন্টরা ঘরে বসেই শিখতে পারে এবং তাদের টাকা+সময় দুটোই বাচে।
তবে যেহেতু অনেকেই আমাদের সম্পর্কে জানে না ,তাই অনেকেই প্রশ্ন করে থাকে যে সত্যি ই ভিডিও দেখে শেখা যাবে কিনা?
এই প্রশ্নের উত্তর আমরা নিজেরা না দিয়ে সরাসরি কোর্স থেকে অনেক গুলো ডেমো ভিডিও দিয়ে দিচ্ছি যাতে করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে এইগুলা দিয়ে শিখতে পারবেন কিনা।
যে কোর্সের ভিডিও দেখতে চান তার নামের উপরে ক্লিক করুনঃ
SEO কোর্সের শুরু থেকে কিছু ভিডিওঃ
এখানে প্লে-লিস্ট আকারে ভিডিও দেয়া আছে। একটা ভিডিও শেষ হলে আটোমেটিক আরেকটা ভিডিও প্লে হবে। আপনার নেট কানেকশন স্লো হলে ভিডিও ঝাপসা হয়ে দেখাতে পারে, DVD এর কোর্সের সকল ভিডিও ১০০% HD কোয়ালিটির।
ওয়েব ডিজাইন নিয়ে কিছু বেসিক আলোচনাঃ
এখানে প্লে-লিস্ট আকারে ভিডিও দেয়া আছে। একটা ভিডিও শেষ হলে আটোমেটিক আরেকটা ভিডিও প্লে হবে। আপনার নেট কানেকশন স্লো হলে ভিডিও ঝাপসা হয়ে দেখাতে পারে, DVD এর কোর্সের সকল ভিডিও ১০০% HD কোয়ালিটির।
ওয়েব গুরু কোর্সের ডেমো ভিডিওঃ
এখানে প্লে-লিস্ট আকারে ভিডিও দেয়া আছে। একটা ভিডিও শেষ হলে আটোমেটিক আরেকটা ভিডিও প্লে হবে। আপনার নেট কানেকশন স্লো হলে ভিডিও ঝাপসা হয়ে দেখাতে পারে, DVD এর কোর্সের সকল ভিডিও ১০০% HD কোয়ালিটির।
WordPress কাস্টমাইজেশন কোর্সের ডেমো ভিডিওঃ
এখানে প্লে-লিস্ট আকারে ভিডিও দেয়া আছে। একটা ভিডিও শেষ হলে আটোমেটিক আরেকটা ভিডিও প্লে হবে। আপনার নেট কানেকশন স্লো হলে ভিডিও ঝাপসা হয়ে দেখাতে পারে, DVD এর কোর্সের সকল ভিডিও ১০০% HD কোয়ালিটির।