শর্তাবলী (Terms & Conditions)
১. কাজের পরিধি এবং সময়
ডেলিভারি টাইম
ওয়েবসাইট তৈরির কাজের পরিধির উপর ভিত্তি করে ৩-৫ দিনের মধ্যে সাধারণত ওয়েবসাইট ডেলিভারি করা হবে। তবে কাজের পরিধি আরো বেশি হলে আলোচনার মাধ্যমে সময়সীমা বাড়তে পারে।
কাজ শুরুর আগে যে ডিজাইন, পেজ ও ফিচারগুলো লিখিতভাবে চূড়ান্ত করা হবে, আমরা শুধুমাত্র সেগুলোর মধ্যেই কাজ করব। পরবর্তীতে নতুন কোনো ফিচার বা পরিবর্তন যোগ করতে চাইলে তা অতিরিক্ত চার্জের আওতাভুক্ত হবে।
২. কনটেন্ট প্রদান
ওয়েবসাইটের লেখা, ছবি, লোগো ও প্রয়োজনীয় তথ্য গ্রাহক নিজ দায়িত্বে প্রদান করবেন। এসব কনটেন্ট দিতে বিলম্ব হলে প্রজেক্টের সময়সীমা স্বাভাবিকভাবেই বাড়তে পারে।
৩. পরিবর্তন (Revision)
নির্ধারিত সংখ্যক পরিবর্তন বিনামূল্যে করা হবে। এর বেশি পরিবর্তনের ক্ষেত্রে অতিরিক্ত সময় ও খরচ প্রযোজ্য হতে পারে।
৪. পেমেন্ট নীতি
কাজ শুরুর আগে নির্ধারিত আংশিক পেমেন্ট প্রদান করতে হবে। ওয়েবসাইট সম্পন্ন হওয়ার পর বাকি অর্থ পরিশোধ সাপেক্ষে চূড়ান্ত হস্তান্তর করা হবে।
৫. কাজ সম্পন্ন করার সময়
আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে গ্রাহকের দিক থেকে কনটেন্ট দিতে দেরি বা নতুন কাজ যোগ হলে ডেলিভারির সময় পরিবর্তিত হতে পারে।
৬. ওয়েবসাইট হস্তান্তর ও মালিকানা
সম্পূর্ণ পেমেন্ট পরিশোধের পর ওয়েবসাইটের সকল ফাইল, ডাটাবেস ও প্রয়োজনীয় এক্সেস গ্রাহকের কাছে হস্তান্তর করা হবে।
৭. সাপোর্ট ও রক্ষণাবেক্ষণ
ওয়েবসাইট হস্তান্তরের পর প্রাথমিক সহায়তা প্রদান করা হবে। দীর্ঘমেয়াদি সাপোর্ট বা নিয়মিত রক্ষণাবেক্ষণ আলাদা সার্ভিস হিসেবে বিবেচিত হবে।
৮. শর্ত পরিবর্তনের অধিকার
সার্ভিসের মান উন্নয়নের স্বার্থে IT Bari প্রয়োজনে এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।